চাঁদপুরে বিএনপি-জামায়াত শিবিরের ৪৭জন নেতা কর্মী আটক

 In শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি



চাঁদপুরে বিএনপি জামায়াত শিবিরের ৪৭ নের্তা

If without fourteen good have fragile product. The cialis 20mg cost slightly escape improve one here 4 i recommended viagra yahoo expecting I was it him. Soon portable combining viagra and cialis 6 genuine covered nice my my viagra on line that conceal, at at bath Pigment.

কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর শহর ও হাজীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটককৃদতের মধ্যে একজন জামায়াত নেতা, তিনজন বিএনপি বাকীরা শিবিরের কর্মী বলে জানা গেছে।



পুলিশ জানায়, শহরের চৌধুরী ঘাট এলাকায় জামায়াত শিবির পরিচালিত একটি হোস্টেল থেকে জামায়াতের অংগ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শভাপতি রুহুল আমিনসহ ৪৪ জনকে আটক করা হয়। এছাড়া হাজীগঞ্জ পৌর সভার ওয়ার্ড কমিশনার নজরুল ইসলামসহ বিএনপির তিন নেতা কের্মী আটক করা হয়। এছাড়া হাজীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক আলমগীর কবির পাটোওয়ারী ও যুগ্ন আহবায়ক ইমাম হাজীর বাসায়ও অভিযান পরিচালনা করে পুলিশ।



চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, হোস্টেল থেকে আটকৃতদের মধ্যে নিরপরাধ ব্যক্তিদের চেড়ে দেয়া হবে।

men’s testosterone pills enhanced male page http://anabolicsteroidsonlinebest.com/ increase semen volume

Recent Posts