চাঁদপুর এক ব্যক্তিকে মারধর করায় দুই পুলিশ সদস্যকে সমন
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর আদালত প্রাঙ্গনে সাকসুদুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে মারধর করেছে দুই পুলিশ সদস্য। এ writing an essay ঘটনায় সম্পৃক্ত দুই পুলিশ সদস্যকে আগামী ৭ দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেয়া college essay help at san diego হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শওকত হোসেন ওই নির্দেশ দেন। পুলিশ সদস্যরা হলেন, ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ভূঁইয়া ও সহকারী উপ-পরিদর্শক ওমর ফারুক। একাধিক আইনজীবী জানান, ফরিদগঞ্জ উপজেলার কাচিয়ারা গ্রামের মাকসুদুর রহমান মাসুদ নামের এক ব্যক্তি চেক জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দেবার জন্য মঙ্গলবার সকালে চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালতের সামনে আসেন। সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদগঞ্জ থানার এস আই নিজাম উদ্দিন ভূঁইয়া ও এ এস আই ওমর ফারুকের নেতৃত্বে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে টেনে হেঁচড়ে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে
যায়। পরে তাকে জেলা গোয়েন্দা শাখার অফিসে নিয়ে ফেলে রাখা হয়। বিষয়টি মাকসুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট সেলিম আকবর জানতে পেরে আদালতকে তা অবহিত করে। আদালত তাৎক্ষণিক টেলিফোনের মাধ্যমে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জকে ওই ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। দুপুর সাড়ে ১২ টার দিকে তাকে মুমূর্ষূ অবস্থায় আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন এবং http://essaybuyersclub.com/ দায়ী দুই My Writing Paper পুলিশ সদস্যকে ৭ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শাণোর নোটিশ দেন। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, কোর্ট কর্তৃক এমন কোনো নিদের্শ দেয়া হয়ে থাকলে আমারও বিষয়টি তদন্ত করে দেখবো।