চাঁদপুরের পদ্মা মেঘনায় নামছে জেলেরা
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা শেষ। দীর্ঘ দুই মাস অলস
সময় কাটানোর পর আজ থেকে নদীতে মাছ ধরতে নদীতে নামছে প্রায় ২৯ হাজার জেলে। এ কারণে স্বস্তি ফিরে এসেছে জেলে পরিবার গুলোতে। কর্তৃপক্ষের দাবি কর্মসূচি সফল হওয়ায় এবছর ইলিশের উৎপাদন বাড়বে।
জাতীয় মাছ ইলিশ রক্ষায় সরকার প্রতিবছরের অক্টোবর মাসে মা ইলিশ রক্ষায় ১১দিন ও জাটকা ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল দুই মাস নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। নিষেধাজ্ঞা চলাকালে মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ থাকলেও চাঁদপুরের ৬০ কিলোমিটার এলাকায় চলে এ কর্মসূচি। আর এ কারণে চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ ও উত্তর উপজেলার ২৮ হাজার ৯শ ৫৬ জেলে কর্মহীন হয়ে পড়ে। বাধাহীন নদীতে মাছ ধরতে পারবে তাই জেলেদের মনে কর্মদ্দীপনা ফিরে এসেছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, গত দুই মাসে ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ ইলিশ সংরক্ষণে এবং জাটকা রক্ষায় অভিযান চালিয়ে ২৩ মেট্রিক টন জাটকা জব্দ করে, যা গরিব-দুঃস্থ ও এতিমদের মাঝে বিতরণ করেছে। অর্ধ কোটি মিটারেরও
ওপরে কারেন্ট জাল জব্দ এবং প্রায় ৩শ মামলায় ৩৫২জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। ও সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করে কোষাগারে রাখা হয়েছে। তবুও প্রশাসনিক জনবলসহ নানান সীমাবদ্ধতার কারনে এ কর্মসুচি শতভাগ সফল করা সম্ভব হচ্ছে না দাবি এ কর্মকর্তার।
মৎস্য গভেষণা ইসষ্টিটিউট সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩৯ শতাংশ মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। যা গত বছরের তুলানায় প্রায় আড়াই ভাগ কম। তবুও উপযুক্ত পরিবশে পেলে বিগত বছরের তুলনায় এবছর ইলিশের উৎপাদন অনেক বাড়বে বলে মনে করছেন ইলিশ বিষেশজ্ঞরা।