চাঁদপুরে ষাট টাকার বিরোধে রিক্সা চালক খুন

 In চাঁদপুর, প্রধান খবর, শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি:



চাঁদপুরে ধারকৃত ষাট টাকা না দিতে পারায় রিক্সা চালক আনোয়ার হোসেন (৩৬) কে ঘুষি মেরে হত্যা করেছে করেছে বলে অভিযোগ করেছে স্বাজনরা। শুক্রবার বিকেলে শহরের যমুনা রোড টিলা বাড়ী এলাকায় এঘটনা ঘটে।



আনেয়ার শহরের টিলাবাড়ির মঞ্জিল মোল্লার ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।



স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে টিলা বাড়ীর বাসিন্দা মঞ্জিল মোল্লা ছেলে রিক্সা চালক আনোয়ার প্রতিবেশী আমির হোসেন খানের ছেলে কালা খান (২৯) এর কাছ থেকে ৬০ টাকা হাওলাত নেয়। শুক্রবার বিকলে সেই টাকা কালা খানকে পরিশোধ করার কথা ছিল। কিন্তু আনোয়ার তাৎক্ষণিক না দিতে পারায় তার বুকে ঘুষি মারে কালা খান। এসময় ঘটনাস্থলে মাটিতে লুটে পড়ে আনোয়ার। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।



পরে বিষয়টি ধামাপাচা দেওয়ার জন্য হাসপাতাল থেকে কৌশলে লাশটি নিয়ে ঠিলাবাড়ি নিয়ে আসে। তবে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ লাশ ময়নাতন্দের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর থেকে কালা চান আত্মগোপনে চলে গেছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত উদ্দিন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যান্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Recent Posts

Leave a Comment