সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দুই মামলায় গ্রেফতারি ফরোয়ানা
চাঁদপুর প্রতিনিধি: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি ফরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী এ আদেশ দেন। মামরা গুলো হলো- জিআর ১০/২০১১ ও জিআর ১০২/২০১১। মামলার বাদি যথাক্রমে আওলাদ সরকার ও আবদুল্লাহ আল মামুন। মামলা এজহারে জানা যায়, ২০০৮ সালের ১এপ্রিল চাঁদপুরের কচুয়া মনোহরপুর এলাকায় নির্বাচনী কার্যালয় ভাংচুরসহ চাঁদা দাবি ও হত্যার চেষ্টা করে মিলন ও তার লোকজন। পরে স্থানীয় বাসিন্দ আওলাদ সরকার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া ২০০৭ সালের ১ জুন কচুয়া উপজেলার কোয়া এলাকায় চাঁদা দাবি ও হত্যার চেষ্টার ঘটনায় আবদুল্লাহ আল মামুন মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী এড. হেলাল উদ্দিন
জানান, মামলার অন্যান্য আসামীরা উপস্থিত থাকলেও মিলন উপস্থিথ না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি ফরোয়ানা জারি করে আদালত। উল্লেখ্য- এর আগেও চাঁদপুরের আদালতে মিলনের বিরুদ্ধে তিনটি মামলার ওয়ারেন্ট জারি হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে চাঁদপুর আদালতে ৩৪টি মামলা রয়েছ। বর্তমানে মিলন দেশের বাহিরে অবস্থান করছেন।