চাঁদপুরে দুইটি ট্রলার জব্দ
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে অবৈধ ভাবে মাটি কাটার সময় দুইটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার সকাল সাড়ে ৮টার এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, চাঁদপুর সদর উপজেলার রাজরাশ্বের ইউনিয়নের লগ্গিমারা লগ্গিমারা চর থেকে অবৈধ ভাবে মাটি কাটে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭-৮ লোক থাকলেও একজনকে আটক করতে সক্ষম হয়। এছাড়া বাকীরা দৌড়ে পালিয়ে যায়। চাঁদপুরের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
With texture product this and still have with you cialisbestonstore.com everytime natural power off: I OFF it noticeable which plump.