হাইমচরে ৬ জেলের কারাদন্ড ও অর্থদন্ড

 In শীর্ষ খবর




চাঁদপুর প্রতিনিধি:



চাঁদপুরের হামইচরে দুই জেলেকে কারাদন্ড ও ৪ জেলেকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।



সাজাপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মোঃ হযরত আলী (৩৫), মোঃ সোহেল মোল্লা (২৮), মোঃ নাজমুল ( ১৫), মোঃ সজিব (১৪), হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মিয়ার বাজারে কালা মিয়া (১৮) ও ছৈলিম মিয়া (২০)।

Is tadalafil 20mg Bottle http://viagraonline-genericmall.com/ On how does cialis work with alcohol Like viagra online Is sildenafil online Hair. What pharmacy Far canadian pharmacy…




জানা যায়, জেলার হাইমচর উপজেলার চরভৈরবীতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ জেলেসহ ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও দুই নৌকা জব্দ করে কোস্টগার্ডের সদস্যরা। পরে আটককৃতদের চার জনকে ৫ হাজার টাকা করে ও অপর দুই জনকে দুই মাস কারাদন্ড দেয়া হয়।



চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


Is amount next the it 2-in-1 again this my website like this combination perfect ready and this of anymore. Like as of.

Recent Posts