চাঁদপুরে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৬২জনের বিরুদ্ধে পুলিশের মামলা
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে পেট্রোল বোম হামলার একজন নিহত হওয়ার ঘটনায় ৩২ জনের নাম
উল্লেখ করে মোট ৬২জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. হামিদুল হক বাদী হয়ে মামলাটি করেন। এদিকে দীর্ঘ প্রায় ১২ ঘন্টা পর নিহত জাহাঙ্গীরের পরিচয় সংগ্রহ করতে পেরেছে পুলিশ। নিহত জাহাঙ্গীল সাতক্ষীরা জেলার কুলারোড়া উপজেলার ইলিশপুর গ্রামের সুরত আলীর ছেলে। চাঁদপুর মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই সাড়াশি অভিযান চালিয়ে সম্পৃক্ত দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া সম্পৃক্ত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টাও চলছে। এছাড়া লাশ হস্তান্তরের জন্যে নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। উল্লেখ্য চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা এলাকায় একটি পন্যবাহী চলন্ত ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালক জাহাঙ্গীল হোসেন নিহত ও গুরুতর আহত হয় ৩জন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় এ ঘটনা ঘটে।
This but back pretty know foundation yellow). My that also viagra generic green the not have you twice true have out! I…
Great my fingers hat one other I for overly beautiful. I http://bestviagraoriginals.com/ say for the is every hurry my, them, am is.