চাঁদপুরে হ্যান্ডকাপ পরাবস্থায় থানা থেকে ২ আসামির পলায়ন
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে হ্যান্ডকাপ পরাবস্থায় চাঁদপুর সদর মডেল থানা থেকে দুই আসামী পালিয়ে গেছে। মঙ্গলবার রাত ২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর চাঁদপুর মডেল থানা পুলিশ তাদেরকে আটকের জন্য বিভিন্ন স্থানে তল্লাশী চালাচ্ছে। তবে এখনো আটক করতে পারেনি পুলিশ। জানা গেছে, চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার চিহ্নিত মোটর সাইকেল চোর চক্রের হোতা শফিকুর রহমানের ছেলে মো: সাগর হোসেন (৩০) কে চাঁদপুর মডেল থানার সহকারি উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু ওয়ারেন্টের ভিত্তিতে সোমবার গভীর রাতে আটক করে। মঙ্গলবার আদালতে নেওয়া হলে সে জামিনে রয়েছে জানতে পেরে পুলিশ তাকে পুনরায় থানায় নিয়ে আসে। অপরদিকে মঙ্গলবার রাত ৯টায় শহরের প্রফেসার পাড়া এলাকার হাফেজ (২৫) ও কসাইকালু (৩০) নামে দু’ছিনতাইকারী চাঁদপুর প্রেসক্লাব এলাকায় জনৈক ব্যাক্তির কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় জনতা তাদের ধাওয়া করলে কালু পালিয়ে গেলে হাফেজকে তারা আটক করে পুলিশে সোপর্দ করে। ঐ দিন রাত আনুমানিক ২ টায় আটক সাগর ও হাফেজ কর্তব্যরত পুলিশ সদস্য ইউসুফকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বললে ইউসুফ আসামিদের হ্যান্ডকাপ পরিয়ে বাহিরে নিয়ে যায়। ইউসুফের চোঁখ ফাকি দিয়ে ২ আসামি হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে যায়। এ ঘটনার পর চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ এ এইচ এনায়েত
উদ্দিন পিপিএমসহ পুলিশ সদস্যরা পলাতক আসামীদের খোঁজে শহরের সর্বত্র রাতভর অভিযান চালায়। বুধবার বিকেল ৩টা পর্যন্ত পলাতক আসামীদের সন্ধান পায়নি বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ঐ দু’আসামীকে আটকের চেষ্টা চলছে। তবে এ ধরনের ঘটনা অবশ্যই কাম্য নয়। তদন্ত চলছে, অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।