আমরা এবং আওয়ামী লীগ, আর কেউ থাকবে না: এরশাদ
নিজস্ব প্রতিবেদক ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “এখন রাজনীতিতে আর কোনো দল নেই। বিএনপি’র অস্তিত্ব সঙ্কটে। বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে
না। দল বলতে আমরাই থাকব, আর আওয়ামী লীগ থাকবে।” বুধবার রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন,
“জাতীয় পার্টি শৃঙ্খলে আবদ্ধ ছিল। আমরা ঠিকভাবে রাজনীতি করতে পারিনি। আমরা এখন শৃঙ্খলমুক্ত হয়েছি। আগামীতে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।” তিনি বলেন, “জাতীয় পার্টির সঙ্গে আল্লাহ আছেন। কোনো বিপদ-আপদে জাতীয় পার্টির ক্ষতি হয়নি। আল্লাহর রহমতে আমরা টিকে আছি।” ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য এমএ হান্নান, যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম নুরুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বিশেষ অতিথি থাকার কথা থাকলেও তিনি অংশ নেননি। এছাড়া প্রধান বক্তা পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকেও দেখা যায়নি।