চাঁদপুরে মাত্রারিক্ত যানযট ॥ পথচারী ও ট্রাফিক পুলিশের দূর্ভোগ
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর শহরের বাগাদী রোড নতুনবাজার সড়কে পৌরসভা সাপ্লাই পানির পাইপ ফেটে যাওয়ায় রাস্তা কেটে সংস্কার করার পথচারী ও ট্রাফিক পুলিশের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। গতকাল সোমবার হঠাৎ সাপ্লাই পানির পাইপ ফেটে গিয়ে পানি নিচ থেকে উঠতে থাকায় সড়কের মাঝখান কেটে পাইপ সংষ্কার করার কারণে সকাল থেকে রাত পর্যন্ত ভারি যানবাহন চলাচল করতে না পারায় দীর্ঘ যানটনের সৃষ্টি হয়েছে।
এতে শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে বড় ধরনের ট্রাক-তেলের লড়ি চলাচল করার কারণে মাত্রারিক্ত যানযট থাকায় পথচারীরা দুর্ভোগ পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ট্রাফিক পুলিশ যানযট নিয়ন্ত্রন করার জন্য নিরলস ভাবে কাজ করতে দেখা যায়। সরজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ এক বছর যাবত নতুনবাজারস্থত বাগাদী
রোডে পৌরসভার সাপ্লাই পানির পাইপটি ফেটে গিয়ে পানি উঠতে থাকে। পানির পেশারে হঠাৎ সোমবার
সকালে পাইপটি বিকল হয়ে যাওয়ায় পৌরসভাবাসী পানি না পাওয়ায় পৌরকর্তৃপক্ষকে অভিযোগ জানায়। এসময় পৌরসভার পানির লাইনের লোকজন ঘটনাস্থলে এসে রাস্তার মধ্যখান গর্ত করে বিকল হওয়া পানির পাইপটি সংষ্কার করার কাজ শুরু করে। চাঁদপুরে ভারী যানবাহনগুলো বাগাদী রোড হয়ে ট্রাক রোড দিয়ে যাতায়াত করে।
রাস্তা কাটা থাকায় সকাল থেকে রাত পর্যন্ত এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করতে না পারায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ট্রাফিক সার্জেন্ট ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে সকাল থেকে রাত পর্যন্ত তাদের অর্পিত দায়িত্ব পালন করে যানযটের মাত্রা নিরসন করার চেষ্টা চালায়। ট্রাফিক পুলিশ জানায়, পৌরসভা কর্তৃপক্ষ রাতে রাস্তা কেটে বিকল হওয়া পাইপটি সংষ্কার করলে যানচলাচল স্বাভাবিক থাকতো ও যানযট সৃষ্টি হতো না। দিনের বেলায় কাজ করায় ট্রাফিক পুলিশ, পথচারী ও যানবাহনের চালকরা দুর্ভোগে পরেছে। চাঁদপুর শহরের কালিবাড়ী, পালবাজার মোড়, ছায়াবাণীর মোড়, মিশন রোড ও ট্রাক রোডে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে। চাঁদপুরের সড়কগুলোতে দিনের বেলায় পানির লাইন ও গ্যাসের লাইনের কাজ করার কারণে প্রায় সময় এই ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসভা বাসিকে।