চাঁদপুরে ১০টি স্বর্ণের বারসহ রেলযাত্রী আটক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ১০টি স্বর্ণের বারসহ মৃদুল চন্দ্র ধর নামের এক রেলযাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। শনিবার রাত পৌনে ১২টায় রেলওয়ে বড়স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মৃদুল চট্টগ্রাম জেলার পটিয়া থানার জুনরাম ধরের ছেলে। তার কাছ থেকে উদ্ধার হওয়া প্রতিটি স্বর্ণের বারের ওজন ১০ ভরি।
চাঁদপুর রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলযাত্রী মৃদুলের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। মৃদুল স্বর্ণগুলো ঢাকায় নেয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসেন। চাঁদপুর থেকে তার লঞ্চযোগে ঢাকায় যাওয়ার কথা ছিল।
আটক মৃদুল চন্দ্র ধরের বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫ (বি) বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে থানায় মামলা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।