পুত্রের জন্য সাইফের উপদেশ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানীং বেশ জনপ্রিয় cialis হয়ে উঠেছেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম। কিন্তু পুত্রকে সাইফ শুনিয়েছেন সাবধানবাণী।
ডাবস্ম্যাশ ভিডিও আপলোড করে প্রশংসা পেয়েছেন খোদ শাহরুখ খানের কাছ থেকে। আর শ্রীদেবী কন্যা খুশি এবং অনুরাগ কাশ্যাপের মেয়ে আলিয়া কাশ্যাপের সঙ্গে ছবি পোস্ট করে এসেছেন আলোচনায়। কিন্তু ইব্রাহিমের এমন জনপ্রিয়তায় মোটেই খুশি নন বাবা সাইফ।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাইফ বলেন, “কয়েকদিন আগে রাতের খাবার টেবিলে বসে ইব্রাহিম আমাকে gnc viagra জানায় ফেইসবুকে তার জনপ্রিয়তার কথা। আমি শুধু চাই সে একটু সতর্ক থাকুক। আজ মানুষ তার প্রতি আগ্রহ দেখাচ্ছে তার পরিবারের জন্য। তাকে বুঝতে হবে কি ধরনের পোস্ট দিলে তার পরিবারের সুনাম অক্ষুণ্ণ থাকবে।”
বাবা-মায়ের মতো অভিনয়ের প্রতি ইব্রাহিমের আগ্রহ how much does viagra cost per pill আছে কি না, এ বিষয়ে জানতে চাইলে সাইফ বলেন, “যদি সে অভিনয় করতে চায়, তাহলে তার সেভাবেই এগিয়ে যাওয়া উচিত, যেভাবে বাকিরা যাচ্ছে।”
সাবেক স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সাইফের রয়েছে দুই ছেলেমেয়ে -১৫ বছর pharmacy online বয়সী ইব্রাহিম এবং ২২ বছর বয়সী সারাহ।