প্রধানমন্ত্রীকে কুটুক্তি করায় যুবক জেলহাজতে
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের বিএনপি কর্মী জাকির হোসেন (২৮) কে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। সোমবার চাঁদপুর বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
সে গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাকৈরতলা গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় কাঁকৈরতলা চকিদার বাড়ী সংলগ্ন চায়ের দোকানে বিটিভির খবর নিয়ে হট্টোগোল হয়। ওইসময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সাথে জাকির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাছিনাকে নিয়ে কুটুক্তি করে। একপর্যায়ে যুবদলী কর্মী জাকির হোসেন হাবিবুর রহমানকে চড় মারে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জাকির হোসেনকে থানায় নিয়ে আসে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রবিউল হক দ্য রিপোর্টকে বলেন, ‘আটককৃত জাকির হোসেনের বিরুদ্ধে তথ্য সরবরাহ আইনে মামলা হয়েছে। মামলার বাদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।’
প্রধানমন্ত্রীকে কুটুক্তি করার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, ‘আটককৃত জাকির হোসেনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’