বঙ্গবন্ধু হত্যা বাঙালির এক কালিমালিপ্ত অধ্যায়: রওশন
ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ১৫ আগস্ট কেবল একজন রাষ্ট্রনায়ককে হত্যা করা
– cialis online – levitra dosage – kamagra where to buy – http://propeciacheap-genericon.com/
হয়নি, ধূলিসাৎ করার চেষ্টা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকেও। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এই দিনে বাঙালি জাতির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় রচনা করা হয়েছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শুক্রবার এক বাণীতে এ কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, “আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। তারই নেতৃত্বে বাঙালি জাতি অর্জন করে বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা। বঙ্গবন্ধু যে সোনার বাংলা প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তা এগিয়ে নিতে হলে দরকার আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন।”
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশবাসীকে সব বির্তকের উর্ধ্বে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ ও অবদান উপলব্ধি করার আহ্বান জানান।