চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার মানউন্নয়নে শিক্ষকদের আরো তৎপর হতে হবে। অভিভাবকদেরও সচেতন হতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, পৌর শিক্ষা কর্মকর্তা আবদুল ওহাব গাজী, কার্যকরী কমিটির সদস্য আয়েশা সিদ্দিকা, মজিবুর রহমান মাইজ্জা, এম আই মমিন খান, শিক্ষক প্রতিনিধি খন্দকার শাহানারা বেগম, মোস্তফা কামাল, মহিলা কাউন্সিলর আয়েশা রহমান প্রমুখ। সভায় বিদ্যালয়ের সীমানা প্রাচীর, গেইট ও ডিজিটাল ক্লাশ রুম নির্মাণসহ শূণ্য পদে সরকারি বিধি মোতাবেক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।