বহুতল ভবনের সিডুপাইলিংয়ের বালু ড্রেনে ফেলায় পাল বাজারে পানি নিষ্কাশন বন্ধ
বিশেষ প্রতিনিধি চাঁদপুর শহরের পালবাজার এলাকায় সাবেক ইসলামিয়া হোটেল ভেঙ্গে বহুতল ভবন নির্মানের জন্য সিডুপাইলিং করে বালু পৌরসভার ড্রেনে ফেলার অত্র এলাকায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আজিজ ব্রাডার্সের মালিক এই জায়গায় বহুতল ভবনের কাজ শুরু করার পর থেকে সিডুপাইলিংয়ের পানির সাথে
বালু ড্রেনে ফেলার কারণে জনগণের চরম দুর্ভোগে পড়েছে। কারণ, অত্র এলাকার সকল বাসা বাড়ির দোকান পাট ও পালবাজারের পানি একটি মাত্র ড্রেন দিয়ে নিষ্কাশন হতো। বেশ কয়েকদিন যাবত ড্রেনটিতে বালু বোঝাই হওয়া পানি নিষ্কাশন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী বেশ কয়েকবার প্রতিবাদ করলেও প্রবাবশালী আজিজ ব্রাডার্সের মালিকের তোপের মোখে তারা কিছু বলতে সাহস পাচ্ছে না। চাঁদপুর পৌরসভার কর্মকর্তাদের এলাকাবাসী অবহিত করার পর পৌরসভার সুইপার গত ২ দিন যাবত ড্রেন থেকে বালু উঠিয়ে পানি নিষ্কাশন করার চেষ্টা করে। বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, পালবাজার পুবালী ব্যাংক ও নবী স্টোরের পাশে সাবেক ইসলামিয়া হোটেলের বিরোধকৃত সম্পত্তির উপর প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাবশালী আজিজ বহুতল ভবনের কাজ করাচ্ছেন। তিনি সরেজমিনে থেকে পাহারা দিয়ে সিডুপাইলিংয়ের নিচ থেকে পাইপের মাধ্যমে বালু উঠিয়ে রাস্তার উপর দিয়ে ড্রেনে ফেলাচ্ছে। পালবাজার থেকে শুরু করে
১০নং চৌধুরী ঘাট পর্যন্ত ড্রেনটিতে বালু বোঝাই হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। অল্প বৃষ্টিতেই এই সড়কে জলাশয় সৃষ্টি হওয়ায় জনগণ ও পথচারীদের চরম দুর্ভোগে পোহাতে হয়েছে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে অত্র এলাকার লোকজন এই দুর্ভোগ থেকে রেহাই পাবে ও পানি নিষ্কাশন সচল হবে।