চাঁদপুরে জেলে নৌকা ও দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান ॥ দেড় লক্ষ মিটার কারেন্টজাল জব্দ
নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নে সূরজগেট ও হরিনায় মেঘনা নদীর তীরে জেলে নৌকা ও চরভৈরবী তে জালের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। শনিবার দুপুর ১টায় নির্বাহী ম্যাজিস্টেট রাশেদ কামাল সিনিয়ার মৎস কর্মকর্তা ফিরোজ আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালয়ে দেড় লক্ষ মিটার কারেন্টজাল জব্দ করে। এ সময় তারা ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নে সূরজগেট ও হরিনায় মেঘনা নদীর তীরে থাকা জেলে নৌকা থেকে কারেন্টজাল জব্দ করে ঘটনাস্থলে আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে ফেলে। এছাড়া হাইমচর উপজেলার চরভৈরবী এলাকায় ৬টি দোকানে অভিযান চালিয়ে নতুন কারেন্ট জাল জব্দ করে। ম্যাজিস্টেট রাশেদ কামাল জানায়, মা ইলিশ রক্ষায় কোন ভাবেই কারেন্টজাল দিয়ে মাছ ধরতে দেওয়া হবে না। সকল জায়গায় থেকে কারেন্ট জাল উদ্ধারের জন্য অভিযান অব্যহত থাকবে।