চাঁদপুরে পুলিশ-শিবির সংঘর্ষ, তিন পুলিশ আহত,আটক ৩

 In জাতীয়, প্রধান খবর, ফরিদগঞ্জ উপজেলা, শীর্ষ খবর




ফরিদগঞ্জ প্রতিনিধিঃ



জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফার্ঁিসর প্রতিবাদে বৃহস্পতিবার জামায়াত ইসলামী ডাকা হরতালে চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের সাথে সংর্ঘষ হয়। সংঘর্ষে তিন পুলিশ আহত হয়। ওই সময় পুলিশ তিন শিবির কর্মীকে আটক করতে সক্ষম হয়।\



বৃহষ্পতিবার সকালে উপজেলার সদরের চাঁদপুর-রায়পুর সড়কের আল-মদিনা হাসপাতাল এলাকায় হরতালের সমর্থনে জামায়াত শিবির কর্মীরা মিছিল করলে পুলিশ বাঁধা দেয়। ওইসময় উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাঁেঁধ।



আহত পুলিশ কর্মকর্তারা হলেন, ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুর রাহিম, কনস্টেবল আবদুল কুদ্দুছ ও সুমন । পুলিশ বলছে, জামায়াত-শিবর কর্মীদের ছোড়া ইটের আঘাতে তারা আহত হয়েছেন।



এদিকে আটককৃত শিবির কর্মীরা হলো, আল আমিন (১৮), জহিরুল ইসলাম (২০) ও আবু হানিফ (২৫)।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ব্যাপারে নামীয় তিনজনসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করা হয়।



এদিকে জামায়াতের আমির ও আল-বদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁিসর রায় কার্যকর করায় এবং জামায়াত ইসলামী ডাকা হরতালের প্রতিবাদে বৃহষ্পতিবার সকালে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগ মিছিল সমাবেশ করেছে। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সম্পাদক মনির হোসেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসম্পাদক মাসুদ আলম আয়াত, সদস্য পাবেল পাটওয়ারী, পৌর যুবলীগের যুগ্মআহবায়ক আরিফ হোসেন বেপারী, বঙ্গবন্ধু প্রজন্মলীগের ফরিদগঞ্জ শাখার সভাপতি সাজ্জাদ হোসেন টিটু, সম্পাদক কাইম গাজী।

Recent Posts

Leave a Comment