মতলব উত্তরে ১০ নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫ম দফায় ১২ ইউনিয়নে মধ্যে ৮ জন ও ৬ষ্ঠ দফায় ২ ইউনিয়নের মধ্যে ২ জনই নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
পঞ্চম
ধাপে যারা নির্বাচিত হতে যাচ্ছেন তারা হচ্ছেন : মোহনপুর ইউনিয়নে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল, ষাটনল ইউনিয়নে আ’লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, ইসলামবাদ ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আ’লীগের মনোনীত প্রার্থী সাজেদুল হাসান বাবু বাতেন, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আ’লীগের মনোনীত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদে আ’লীগের মনোনীত লোকমান আহম্মেদ মুন্সি, দূর্গাপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আ’লীগের মনোনীত দেওয়ান আবুল খায়ের, এখলাছপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আ’লীগের মনোনীত আলহাজ¦ মোসাদ্দেক হোসেন মুরাদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আ’লীগের মনোনীত নূর মোহাম্মদ। এছাড়া ৬ষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন : গজরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ হানিফ মিয়া ও কলাকান্দা ইউনিয়নে আ’লীগের মনোনীত সোবহান সরকার সুভা।
বর্তমানে বাকি চার ইউনিয়ন জহিরাবাদ, ফরাজীকান্দি, ফতেপুর পূর্ব ও সুলতানাবাদ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।