হাজীগঞ্জে নিখোঁজের দুইদিন পর জেলের গলাকাটা লাশ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের দুইদিন পর নিখিল চন্দ্র দাস (৪৫) নামের এক জেলের হাত বাঁধা, গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে হাজীগঞ্জের ডাকাতিয়া নদীর পূর্ব অলিপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিখিল পূর্ব অলিপুর গ্রামের বাংলা বাড়ী ওরফে দাস বাড়ীর ননী গোপাল দাসের বড় ছেলে। পেশায় তিনি একজন মৎস্যচাষী। তিনি দুই সন্তানের জনক।
পুলিশ জানায়, নিখিলকে হাত বেঁধে গলা কেটে হত্যা করে নদীতে বাঁশের সাথে ডুবিয়ে বেঁধে রাখা হয়। সকালে মাছ ধরতে গেলে জেলেরা একটি পা ভেসে থাকতে দেখে। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়।
তিনি গত ১৪ মে শনিবার হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের জয়গীতা সংঘের উদ্যোগে মহা গীতাযজ্ঞ সভায় এসে নিখোঁজ হয়। রবিবার ১৫ মে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিখিল খুন হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।