ছেংগারচর পৌরসভার বাজেট ঘোষণা

 In চাঁদপুর, মতলব উত্তর উপজেলা, শীর্ষ খবর

 

ছেঙ্গারচর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরে ২০ কোটি ৪৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর অডিটোরিয়ামে পৌর মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল আলম জর্জ বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৪৪ লাখ টাকা ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১২ লাখ ২৫ হাজার টাকা। এ উপলক্ষে পৌর মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল আলম জর্জের সভাপতিত্বে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হাজী রুহুল আমিন মোল্লা, পৌর সচিব শাহ সুফিয়ান, সহকারী প্রকৌশলী আবুল আনসারী, প্রধান সহকারী মোহাম্মদ হোসেন নিপু, হিসাব রক্ষক সোহরাব হোসেন, মহিলা প্যানেল মেয়র মিল্লাতুন নেছা মিলি, কাউন্সিলর আবদুল সালাম খান, জহিরুল ইসলাম, শাহাদাত হোসেন ঢালী খোকন, আবদুল মান্নান বেপারী, আল-আমিন সরকার, রুহুল কুদ্দুস, আহসান উল্লাহ, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, শিউলী বেগম। এছাড়া পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মনির হোসেন বেপারী, আ’লীগ নেতা চাঁন মিয়া, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোবারক হোসেন মুফতি, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সরকার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল হোসেন সরকার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রধানসহ বিভিন্ন শ্রেণীর রাজনৈতিক ব্যক্তি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

Recent Posts

Leave a Comment