কালকিনিতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
প্রতিনিধি ।।
মাদারীপুরের কালকিনিতে স্কুলে যাওয়ার পথে নিতু মণ্ডল (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের মিলনকে (১৭) আটক করেছে পুলিশ।
উপজেলার নবগ্রামে রোববার সকাল সোয়া ৯টায় এ ঘটনা ঘটে। নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিতু ওই গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে।
নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদেব মণ্ডল জানান, ধারণা করা হচ্ছে বাড়ির পাশের বীরেন মণ্ডলের ছেলে মিলন এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনাস্থল থেকে ডাসার থানার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মিলনকে আটক করেছে পুলিশ