‘প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে চায় বিএনপি’

 In প্রধান খবর

 

‘প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে চায় বিএনপি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে চায় বিএনপি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) অনেক ভালো কাজ করেছেন। আমরাও আপনাকে সংবর্ধনা দিতে চাই। আর একটি কাজ করুন দেশে এসে জনগণের মতামত নিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিন।’

জাতীয় প্রেসক্লাবে সোমবার দুপুরে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। প্রয়াত সাংবাদিক আতাউস সামাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ফোরাম এ স্মরণসভার আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিসালামতে দেশে ফিরে আসুক। কারণ তিনি দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন। এখন শুধু মাত্র একটি কাজ বাকি আছে। আর সেটা হল, তত্ত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন।’

আমরা সংঘাত হানাহানি চাই না জানিয়ে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া দেশের চলমান সংকট নিরসন সম্ভব নয়। আমরা সংঘাত হানাহানি চাই না, শান্তিপূর্ণ নির্বাচন চাই। যে নির্বাচনের মাধ্যমে দেশের চলমান গণতন্ত্রের সংকট কেটে যাবে।’

ভাইস চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি এই পদ্ধতি মানতে সমস্যা হয় তাহলে যেকোনো নামই এই সরকার হতে পারে। এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। কারণ এছাড়া বর্তমান সংকট কাটিয়ে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার অন্য কোন পথ নেই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য এমাজউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Recent Posts

Leave a Comment