বেনজির আহমেদ বলেন, ‘বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। জঙ্গি ও সন্ত্রাসীরাই এ দেশে একমাত্র সংখ্যালঘু। সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের সুন্দরতম সংবিধান অনুযায়ী সব সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং দেশ বিনির্মাণে ভূমিক রাখবেন।’
সমাবেশে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বক্তব্য দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের (র্যাব-৮) র্যাবের সিইও লেফটেন্যান্ট কর্নেল ইখতেফার মাহমুদ, পুলিশ সুপার এসএম এমরান হোসেন প্রমুখ।