বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান বলেন,সকাল ৭টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক জোকারচর এলাকায় পৌঁছালে ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ছাদে থাকা চার যাত্রী নিহত হন।তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হন আরো পাঁচজন।
তিনি আরো বলেন, নিহতরা বিভিন্ন জায়গায় শ্রমিকের কাজ করতেন। নিহতের লাশ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান।
নিহতের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন টাঙ্গাইলের কালিহাতীর উপজেলার নির্বাহী অফিসার আবু নাসার উদ্দীন।