তাভেলা হত্যা মামলার বিচার শুরু

 In লিড নিউজ

 

তাভেলা হত্যা মামলার বিচার শুরু

ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এ হত্যা মামলায় বিচার শুরু হলো।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার এ অভিযোগ গঠন করেন।

এদিন কাইয়ুমের ভাই মতিনসহ পাঁচজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন করা হয়।

গত বছরের ২৮ সেপ্টেম্বর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাভেলা সিজার।

এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর রাতে গুলশান থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়।

গত ২৮ জুন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এমএ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল ও শাখাওয়াত হোসেন এবং সোহেল।

Recent Posts

Leave a Comment