পুলিশের দাবি, নিহত রাজন ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে রায়পুর থানায় ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তিনি রামগঞ্জ উপজেলার মাসিমপুর গ্রামের বাসিন্দা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ভোর ৪টার দিকে কেরোয়া ও সুনামগঞ্জ বাজারের সীমান্ত এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল দেলোয়ার ও তার সহযোগীরা। পুলিশ বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় দেলোয়ার। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে রায়পুর থানায় ডাকাতি ও ছিনতাইয়ের চারটি মামলা রয়েছে বলেও জানান তিনি।