আ’লীগের কাউন্সিলে থাকবেন জয়

 In রাজনীতি

 

আ’লীগের কাউন্সিলে থাকবেন জয়

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়। রংপুর জেলার কাউন্সিলর হিসেবে জয় সম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দফতর উপ-পরিষদ রংপুর বিভাগের এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

হানিফ বলেন, ‘ইতোমধ্যে রংপুর জেলা থেকে জয়কে কাউন্সিলর করে দপ্তরে তালিকা পাঠানো হয়েছে। রংপুরের সন্তান হিসেবেই তিনি আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে অংশ নেবেন।’

উল্লেখ্য, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ ও ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

Recent Posts

Leave a Comment