চাঁদপুরে পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু
হাজীগঞ্জে প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে যমজ দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এরা হলো- মোস্তাফিজুর রহমান ও মরিয়ম আক্তার। বয়স দেড় বছর।
মোস্তাফিজ ও মরিয়ম হাজীগঞ্জ উপজেলার বাখরপুর গ্রামের হাজী বাড়ির আনিছুর রহমানের ছেলে ও মেয়ে।
প্রত্যক্ষর্দীরা জানায়, সকালে বাড়ির উঠনো খেলতে খেলতে সবার চোখের বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ পুকুরে ভেসে উঠতে দেখে বাড়ির লোকজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলেও শিশু দুটি অনেকই আগে মারা গেছে বলে জানান।
হাজীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
Recent Posts