সিলেট জেলা পুলিশের কনফারেন্স হলে সকাল সোয়া ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
সিলেটের পুলিশ সুপার (এসপি) মনিরুজ্জামাম জানান, সোমবার দুপুরে শিশু রুজেল ও মাছুমের বাবা ছাতির আলী যন্ত্রপাতিসহ মাছ ধরার উদ্দেশে ছেলেদের নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত ছেলেদের নিয়ে বাড়িতে না ফেরায় ছাতির আলীর স্ত্রী নুরবি বেগম ছেলেদের খোঁজে বাড়ি থেকে বের হন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে গ্রামের পার্শ্ববর্তী ডোবায় লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকে ছাতির আলী পলাতক ছিলেন।
পুলিশ সুপার আরো জানান, জিজ্ঞাসাবাদে সে (ছাতির আলী) জানায়, তার মাথায় সমস্যা আছে। সে একাই ছেলে দুটোকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে।