পদার্থের টপোলজিকাল পর্যায়গুলি পর্যালোচনার মাধ্যমে এর ফেজ রূপান্তরের তাত্ত্বিক আবিষ্কারের কারণে তাদের এই পুরস্কার দেওয়া হয়।
যুক্তরাজ্যে এই তিন বিজ্ঞানীর জন্ম হলেও তারা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। এদের মধ্যে ডেভিড জে থৌলেস ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত। ফ্রেডরিক ডানকান রয়েছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে এবং জন মাইকেল কোসটারলিটজ্ আছেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে।
পদার্থের এই অজানা দিক সম্পর্কে অনেকদিন ধরেই তারা গবেষণা চালিয়ে আসছিলেন। তাদের আবিস্কার পদার্থবিদ্যায় নতুন দুয়ার খুলে দিয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। পদার্থের টপোলজিক্যাল পর্যায়গুলো বের করতে তারা গণিতকে ব্যবহার করেন।