এর আগে, ২০ আগস্ট ঐক্য পরিষদের এক ঘোষণায় ১২ দফা দাবি আদায়ে ২৮ আগস্ট সারাদেশে পেট্রোল পাম্পে সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ধর্মঘট পালন করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত কয়েক বছরে পেট্রোল পাম্প পরিচালনায় ব্যয় কয়েকগুণ বাড়লেও কমিশন বাড়ানো হয়নি। ২০১১ সালের হিসেবেই পাম্প মালিকদের কমিশন দেওয়া হচ্ছে। এ অবস্থায় কমিশন না বাড়লে পাম্প চালানো সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সদস্য সচিব আকতার হোসেন, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান রতন বাংলাদেশ ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহজাহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।