জানা যায়, প্রাইজবন্ডের ৬ লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত নম্বর ০৯৯৩৬৩০। প্রাইজবন্ডের দ্বিতীয় পুরস্কারের নম্বর ০৪৭৯২১২। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবে ৩ লাখ ২৫ হাজার টাকা।
তৃতীয় পুরস্কারের নম্বর ০৩৮১২৭৮ ও ০৫৯৯৭৯০ প্রত্যেকই পাবে ১ লাখ টাকা করে। প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর ০১৩৬৯৮০ ও ০৮৯০৭৩৮।
প্রতিটি ১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর: ০০১২৩৮৯, ০১৯৮৯৩৫, ০৪২৩৯৩৭, ০৬৯৮৭৮৯, ০৯০৩৫৫৫, ০০১৫১৯২, ০২১৩২১০, ০৪৫৭৩১৪, ০৭০০১৯৫, ০৯১০৭০০, ০০৪৬৮২১, ০২১৯৪১৪, ০৪৭৮৫৮৭, ০৭৫২৫২৩, ০৯১৮৯৮৯, ০০৫৪৭৭৩, ০২৪৭৯৬৪, ০৫৩১০৭৪, ০৭৮৪০৮২, ০৯৩৪৫২১, ০০৬২১৬৯, ০২৫১১৩৬, ০৫৩৭১২৫, ০৮০৪১৬১, ০৯৩৫১৪৬, ০১৩৪৯৪৬, ০২৯৯৫৬৭, ০৫৪৭৮৩৮, ০৮১৮৭৬৬, ০৯৪০৪৬৫, ০১৫৩২৫২, ০৩০৯৫০৩, ০৬৬৮৫৮১, ০৮২১৩০৯, ০৯৫১৭৮৫, ০১৭১৬০৬, ০৩৯১৯২৩, ০৬৮০৭০১, ০৮৩৫৫১৭, ০৯৯১৯৭২।
উল্লেখ্য, আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১ জুলাই, ১৯৯৯ থেকে প্রাইজবন্ড পুরস্কারের অর্থ হতে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করার বিধান রয়েছে।