আজ চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব

 In চাঁদপুর
চাঁদপুরের ঐতিহ্যবাহী গণি মডেল উচ্চ বিদ্যালয়ের জন্যে আজ ঐতিহাসিক দিন। আজ ৭ জানুয়ারি শনিবার এ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলন উৎসব। এ উৎসবকে ঘিরে চাঁদপুর শহর এখন এ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্রদের মিলন মেলায় পরিণত হয়েছে। চাঁদপুর স্টেডিয়ামে আজ শনিবার দিনব্যাপী এ পুনর্মিলনী উৎসব ও শত বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রর এমপি।

এ অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ফেস্টুন ও আলোকসজ্জা দ্বারা সুসজ্জিত করা হয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রদের সমাবেশ অনুষ্ঠিত হবে এবং প্রত্যেককে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করার পর সকাল সাড়ে ৮টায় এ স্কুল হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে চাঁদপুর স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। সেখানে সকালের নাস্তা পরিবেশন করার পর সকাল সাড়ে ৯টায় মূল অনুষ্ঠান শুরু হবে।

মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব ডাঃ এম এ গফুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের কৃতী সন্তান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি। জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়ানো হবে। পুরো অনুষ্ঠান ঘিরে থাকবে আলোচনা, প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, প্রাক্তন ছাত্র এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্যে সম্মাননা ক্রেস্ট প্রদান, শিশু, নারী ও পুরুষদের জন্যে বিভিন্ন খেলাধুলা, স্মৃতিচারণ, পরিচিতি পর্ব, আড্ডা, স্মরণিকার মোড়ক উন্মোচন ও র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র’র পুরস্কার হিসেবে থাকছে : প্রথম পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকা টিকেট, দ্বিতীয় পুরস্কার ঢাকা-কলিকাতা-ঢাকা টিকেট, ৩য় পুরস্কার ঢাকা- কঙ্বাজার-ঢাকা টিকেটসহ ১০১টি আকর্ষণীয় পুরস্কার। র‌্যাফেল ড্র টিকেটের মূল্য মাত্র ২০ টাকা। এছাড়া দুপুরের খাবার ও বিকেলের বিশেষ নাস্তার কুপন থাকছে।

সব শেষে থাকবে চাঁদপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বান্দরবান থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আরও থাকবে পাওয়ার ভয়েজ ও যাত্রীর ব্যান্ড শো। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে থাকবে ব্যাপক আতশবাজির ঝলকানি ও যাদু। রাত সাড়ে ১১টা পর্যন্ত একটানা অনুষ্ঠান চলবে।

শতবর্ষ পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উৎসবটিকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদ, মূল উদ্যাপন পরিষদ এবং ২১টি উপ-পরিষদ গঠন করা হয়েছে। এসব পরিষদের সদস্যবৃন্দ গত অক্টোবর মাস থেকে প্রায় ২১টি সভা করেছে। ইতোমধ্যে এ স্কুলের সাড়ে ৯শ’ প্রাক্তন ছাত্র রেজিস্ট্রেশন করেছেন। এছাড়া তাদের আত্মীয়স্বজন রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৫শ’ জন।

অনুষ্ঠান উপলক্ষে ৪ রংয়ের ১২০ পৃষ্ঠার একটি আকর্ষণীয় স্মরণিকা প্রকাশ করা হয়েছে যেটির মোড়ক আজ উন্মোচন করা হবে। এছাড়া আজ স্থানীয় কয়েকটি পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। গণি মডেল উচ্চ বিদ্যালয়ের গেট, দেয়ালসহ পুরো ভবনটি রং করে ৩১ ডিসেম্বর রাত থেকেই লাইটিং করা হয়েছে। আর ওই রাতেই ১২টা ১ মিনিটে মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হানিফ পাটওয়ারীর নেতৃত্বে গণি স্কুলের ছাদ থেকে কয়েকটি আকর্ষণীয় আতশবাজি ফুটিয়ে শত বছর পূর্তি উৎসবের শুভ সূচনা করা হয়েছে।

Recent Posts

Leave a Comment