মতলব উত্তরে ইয়াবাসহ আটক ২
পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম-এর নির্দেশে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মতলব উত্তর উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এরা হচ্ছে মতলব উত্তর নয়াকান্দি গ্রাম হতে মাদক ব্যবসায়ী মোঃ মিঠু (২২), পিতা-আমিন সরকার ও পদুয়ারপাড় গ্রামের কামরুল (৪০), পিতা-নবাব আলী মিয়াজী। এদের থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়া বিশেষ অভিযানের অংশ হিসেবে জিআর মামলার একজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
Recent Posts