এসকে সিনহার সাথে বৈঠকে ড. গওহর রিজভী

 In প্রধান খবর, রাজনীতি

প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। আজ মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্ট ভবনে এ বৈঠক হয়। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বৈঠক চলে বলে মানবজমিনকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্টার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ। বৈঠকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা হয়েছে। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারি দলের কড়া সমালোচনার মধ্যেই প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন।
সোমবার আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রায়ের কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন। মঙ্গলবার আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন।

Recent Posts

Leave a Comment