চাঁদপুরে বাস অটোরিক্সা সংঘর্ষে নিহত এক আহত চার
সংবাদদাতা, চাঁদপুর সদর ॥
চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে মোবারক হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন নারীসহ আরো চারজন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত মুকবুল হোসেনের বাড়ি ঢাকার টিকাটুলি। আহত অটোরিক্সা চলক মহরম বেপারী বাড়ি হাজীগঞ্জে। এছাড়া আত মাসুদা বেগম (৫৫), রবিন (২৭) ও টিপু সুলতানের বাড়িও ঢাকার টিকাটুলি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ ও চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটোরিক্সা ক্রস করার সময় মুখোমুকি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মোবারক হোসেন। গুরুতর আহত অবস্থায় বাকীদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢামেকে রেফার করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ অলি র্দুঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে রবিনের অবস্থা আশংকাজন।