চাঁদপুরে বাস চাপায় ব্যবসায়ী নিহত
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় হিলশা পরিবহন নামে বাস চাপায় মামুন পাটওয়ারী (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন পাটওয়ারী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার করবন্ধ গ্রামের বাসিন্দা। তিনি চার মেয়ে ও এক কন্যা সন্তানের জনক। তিনি স্থানীয় কামরাঙ্গা বাজারের একজন চালমিল ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার হাজীগঞ্জের বাকিলা বাজারের কোরবানীর পশুর হাট বসে। সে হাটে তিনি কোরবানীর গরু কিনতে যান। গরু পছন্দ না হওয়ার আর গরু কিনা হয়নি। পরে তিনি হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দেবপুর এলাকায় হিলাশা পরিবহন নামে একটি বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়ালী উল্লাহ অলি দূর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।