দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছুটি বাতিল
চাঁদনিউজটোয়েন্টিফোর নিউজঃ
চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং অধীনস্ত সব সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরণের ছুটি বাতিল করেছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে রোববার (১৩ আগস্ট) ছুটি বাতিল করে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তর ও সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকা জরুরি।
আরও বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এবং সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সরকারি ছুটিসহ সব ধরণের ছুটি বাতিল করা হল।
একই সঙ্গে এ সকল কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিস ত্যাগ না করারও অনুরোধ জানানো হয়েছে অফিস আদেশে।
ভারী বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, জামালপুরে বন্যা দেখা দিয়েছে।