বাবুরহাটে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক ৫

 In চাঁদপুর, চাঁদপুর সদর উপজেলা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট মতলব রোডের মাথায় মানিক মালের বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকাবস্থায় ৪ পুরুষ ও ১ নারীসহ ৫ জনকে আটক করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাবুরহাটের মতলব রোডের মাথায় মানিক মালের বাড়ির ৩য় তলার ভাড়াটিয়া খুশবুল আলমের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন : সদর উপজেলার কামরাঙ্গা গ্রামের আব্দুল খালেক মিজির ছেলে মোঃ খুশবুল আলম, মৃত লতিফ খানের ছেলে তাজুল খান, বাবুরহাট বাজারের কাপড় ব্যবসায়ী ছেলামতের ছেলে ব্যবসায়ী মোঃ নাছির, বাবুরহাট মা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ কবির মাল ও লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার রুনা আক্তার।

 

চাঁদপুর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসানুজ্জমান ও সঙ্গীয় ফোর্স বাবুরহাট বাজারের ওই বাড়িতে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকাবস্থায় এদের আটক করা হয়।

চাঁদপুর গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোহাম্মদ আলমগীর হোসেন মজুমদার জানায়, তারা দীর্ঘদিন যাবত উল্লেখিত বাসা ভাড়া নিয়ে এ ধরনের অনৈতিক কাজ করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Recent Posts

Leave a Comment