বান্দরবানের বালুবোঝাই ট্রাক উল্টে হ্লামং উ নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
শুক্রবার দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত হ্লামং উ জেলার রোয়াংছড়ি উপজেলার বেতছড়া ডলুঝিরি এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ ।
পুলিশ জানায়, বান্দরবান রুমা সড়কের ১২ মাইল এলাকায় এই ঘটনা ঘটে ।
বান্দরবান সদর থেকে বালুবোঝাই ট্রাকটি রুমা সদরে যাওয়ার সময় ১২ মাইল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায় । এ সময় বালুবোঝাই ট্রাকে থাকা যাত্রী ব্যবসায়ী হ্লামং উ ঘটনাস্থলে মারা যায়। আহত পাঁচজনকে উদ্ধার করে রুমা সেনা ক্যাম্পে চিকিৎসার জন্য পাঠানো হয় । নিহতের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।