মিয়ানমার দূতকে তলব, ঢাকার কড়া প্রতিবাদ

 In দেশের ভেতর
ডেস্ক নিউজঃ
মিয়ারমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার সঙ্গে ‘বাঙ্গালী’ শব্দের ব্যবহার এবং দলে দলে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে বর্মীদের প্ররোচনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ঢাকাস্থ মিয়ানমার দূতকে শনিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এসব ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়। মিয়ানমার দূতকে তলবের বিষয়টি পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক মানবজমিনকে নিশ্চিত করেন। এদিকে অন্য এক কর্মকর্তা বলেন, রাখাইন পরিস্থিতি নিয়ে মিয়ানমার দূতের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিস্তারিত আলোচনা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব যাতে বাংলাদেশের ওপর না পড়ে এবং মিয়ানমারের নাগরিকরা যাতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা না করে সেটি নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে ঢাকার অবস্থান স্পষ্ট করে একটি প্রতিবাদ নোটও মিয়ানমার দূতের হাতে ধরিয়ে দেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
Recent Posts

Leave a Comment