‘১৯৭১ এর মতো ফের বিভক্তির মুখে পড়তে পারে পাকিস্তান’
পাকিস্তানের সুপ্রিম কোর্টের সমালোচনা করে নওয়াজ শরীফ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি শ্রদ্ধা না দেখালে পাকিস্তান ১৯৭১ সালের মতো ফের বিভক্তির মুখে পড়তে পারে। ওই সময় পাকিস্তান থেকে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বিভক্ত হয় বাংলাদেশ।
শুক্রবার আইনজীবীদের সমাবেশে তিনি এ কথা বলেন।
নওয়াজ শরীফ বলেন, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় ইতিহাসে ‘অন্যায্য রায়’ হিসেবে বিবেচিত হবে।
এদিকে নওয়াজ শরীফ ফের সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দায়ের করেছেন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এক রায়ে তাকে অযোগ্য ঘোষণা করা হয় এবং এরপর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
Recent Posts