চাঁদপুরে মাসব্যাপী বাণিজ্য মেলা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মঙ্গলবার বিকেলে পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও ঢাকা বেনারসী ইভেন্ট ম্যানেজম্যান্ট লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় এই মেলা শুরু হয়েছে।
মেলার মাঠে সর্বমোট ৬৭টি স্টল রয়েছে। মেলায় রয়েছে কুটির শিল্প, চারু শিল্প, বেনারশীসহ বিভিন্ন শাড়ি, মেয়েদের থ্রী-পিছ, বাচ্চাদের খেলনা, মৃৎ শিল্প, মোটর সাইকেলের শো-রুম, আচারসহ বিভিন্ন খাবারের দোকান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়।