নির্বাচন হবে কি না সংশয় আছে : এরশাদ
সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কি না সংশয়ে আছি।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ এমন কথা বলেছেন।
এরশাদ আরও বলেন, দেশের অবস্থা ভালো না। সব জায়গায় লুটপাট চলছে। এখন মানুষ আর আওয়ামী লীগ-বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। আমি যখন ক্ষমতায় ছিলাম দেশের মানুষ তখন সুখে-শান্তিতে ছিল। এখন আর মানুষ শান্তিতে নেই। দেশের কোথাও স্বস্তি নেই। মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করেছে। আমরা তাদেরকে মানবিকভাবে স্থান দিয়েছি। তবে সরকারের উচিত খুব দ্রুত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া। তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো সরকারের বড় চ্যালেঞ্জ।