বাড়ছে ভাঙন আতঙ্ক

 In জাতীয়, প্রধান খবর, বিশেষ প্রতিবেদন

 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের পুরান বাজারের হরিসভা এলাকায় মেঘনার প্রবল ¯্রােতে শহর রক্ষা বাঁধের অন্তত ৫০ মিটার এলাকার সিসি ব্লক দেবে গেছে। গত ৩ দিন ধরে এ অবস্থা চলতে থাকলেও পানি উন্নয়ন বোর্ড তা প্রতিরোধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এ কারনে সময় যত গড়াচ্ছে সাধারণ মানুষের মনে ভাঙন আতঙ্ক ততই বাড়ছে। তবে এখনও পর্যন্ত ভাঙনের তীব্রতা কম থাকলেও পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় যে কোনো সময় বড় ধরণের ভাঙনের কবলে পড়তে পারে চাঁদপুরের অন্যতম বানিজ্য কেন্দ্র পুরান বাজার এলাকা।

গতকাল শুক্রবার সকালে হরিসভা এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, শহর রক্ষা বাঁধের প্রায় ৮০ মিটার এলাকার সিসি ব্লকগুলো নির্দিষ্ট স্থান থেকে ক্রমশ সরে যাচ্ছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এমনটি শুরু হলেও তখন অনেক কম ছিলো। তবে খুব ধীরে ধীরে ব্লক সরছে বলে জানান স্থানীয় বাসিন্দা অনিতা রানী।

তিনি বলেন, জেলা প্রশাসন, পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে দেখে গেলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। যে কারণে ওই এলাকার অন্তত ২০টি পরিবার ভয়ের মধ্যে দিনাদিপাত করছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, উজানের তীব্র পানির চাপে ভাঙনের তীব্রতা আরো ব্যাপক হতে পারে। তাই জরুরিভিত্তিতে নতুন করে সিসি ব্লক ফেলার উদ্যোগ নেয়া হয়েছে। সহসাই কাজ শুরু হবে।

Recent Posts

Leave a Comment