চাঁদপুরে জামায়াতে ১১ নেতা-কর্মী আটক

 In প্রধান খবর, শীর্ষ খবর

 

চাঁদপুর প্রতিনিধিঃ

রাষ্ট্রবিরোধী গোপন ষড়যন্ত্র করার জন্য বৈঠকের অভিযোগে জামায়াতের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে চাঁদপুর শহরের প্রত্যাশাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দীন মোহাম্মদ, চাঁদপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মিয়াজীও রয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ৭ জনই জামাতের মহিলা শাখার নেতা-কর্মী। তারা প্রত্যাশাবাড়ি এলাকায় অবস্থিত জেলা জামায়াতের রোকন ও জামায়াত পরিচালিত আল আমিন একাডেমির শিক্ষক মোঃ হোসাইনের বাসায় বৈঠক করছিল। পুলিশ বাড়ির মালিক ও তার স্ত্রী আল-আমিন একাডেমি মহিলা শাখার অধ্যক্ষ ফেরদৌসী সুলতানাকেও আটক করেছে।

আটককৃতদের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ অলি। তবে আটককৃতদের কোন ছবি বা ফুটেজ সংগ্রহ করতে দেয়নি থানার অফিসার ইনচার্জ।

Recent Posts

Leave a Comment