মেসির হ্যাটট্রিকে সরাসরি বিশ্বকাপে আর্জেন্টিনা
দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বাদ পড়বে? নাকি সরাসরি জায়গা করে নেবে রাশিয়া বিশ্বকাপে? নাকি নামতে হবে প্লে-অফ যুদ্ধে? এমন কঠিন হিসেব-নিকেশ নিয়ে খেলতে নেমে প্রথমার্ধের ১ মিনিটের মাথায় উল্টো গোল খেয়ে বসে আর্জেন্টিনা। এরপর শুধু মেসি জাদু। পিছিয়ে পড়া আর্জেন্টিনার পক্ষে ১২, ২০ ও ৬২ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। সেই সুবাদে ৩-১ গোলে ইকুয়েডরকে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপের মূল পর্বে আর্জেন্টিনা খেলতে পারবে কিনা তা নিয়ে যে সংশয় ছিল তার অবসান ঘটল। বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ইকুয়েডরের রাজধানী কিটোতে মুখোমুখি হয় দুদল।
এদিকে আর্জেন্টিনার জয়ের দিনে জয় পেয়েছে নেইমারের ব্রাজিল। তারা চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেয়। অপর ম্যাচে উরুগুয়ে ৪-২ গোলে ভলিবিয়াকে হারায়।