নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরায় নিষেধাজ্ঞা
নভেম্বরের ১ তারিখ (বুধবার) থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা ইলিশ (৯ ইঞ্চির কম সাইজের) আহরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। জাটকা পরিণত ইলিশ হওয়ার জন্য মৎস্য অধিদফতর এই নিষেধাজ্ঞা আরোপ করে।
বরিশাল মৎস্য অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ৯ ইঞ্চি কিংবা তার কম সাইজের ইলিশ জাটকা ধরা হয়। কিন্তু জাটকা রক্ষা করে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হওয়ার সুযোগ দিতে পহেলা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত নদ-নদীতে জাটকা আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের ১ থেকে ২ বছর কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
তিনি আরও বলেন, জাটকা ধরা বন্ধে দেশের উপকূলীয় সকল জেলে পল্লীগুলোতে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ চলছে। এছাড়া জাটকা পরিবহন না করার জন্য বাস-ট্রাক মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সভা করা হবে। সর্বাক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।